কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৭নভেম্বর ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে। উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে দিন দিন জামায়াতে ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
সংগঠনের পবিত্র পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে মজলিসে শূরার সদস্যগণ পাহারাদারের ভূমিকা পালন করেন। সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত শপথ বাক্যের আলোকে শূরা সদস্যগনকে স্ব-স্ব ক্ষেত্রে সংগঠনের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন শনিবার কুড়িগ্রাম জেলা কার্যালয়ে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে নবনির্বাচিত ৩৩ জন শূরার সদস্য (পুরুষ ও মহিলা) জেলা আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন। মজলিসে শূরার অধিবেশনে মাওলানা নিজাম উদ্দিনকে সেক্রেটারি এবং মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মু. শাহ্জালাল সবুজ (২ জন)কে সহকারী সেক্রেটারি করে ৮ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট মহিলা বিভাগীয় কর্ম পরিষদ গঠন করা হয়েছে।
Leave a Reply