কুড়িগ্রামের উলিপুরে প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যাচার ও ঘটনায় যুবদলের কমীর স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার ৬ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মোঃ ওয়াজেদ আলী ঝিনুক, সাবেক থানা ও পৌর দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আজাদুন্নবী শামীম, সাবেক জেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামীদ আল হামিদুজ্জামান,সাবেক ভিপি ও জেলা ছাত্র দলের সভাপতি তারিক নাজমুল রোকন,সাবেক ছাত্র দল নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, কৃষক দলের আহবায়ক রিপন রহমান প্রমুখ।
বক্তরা বলেন, অনতিবিলম্বে মিথ্যা মামলা আটক নেতাকর্মীর মুক্তি ও হাসপাতালের রিপোর্ট ২৪ ঘন্টার মধ্যে দাখিল ও নেতাকর্মীর বাড়িতে অগ্নি সংযোগকারীর দ্রুত বিচারের দাবী তোলেন। এর ব্যতয় হলে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচির ডাক দিবেন বলে জানান বক্তারা।
Leave a Reply