কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছে স্বাধীন বাংলার ছবি সহ বিভিন্ন শ্লোগান। পারিপার্শিক পরিবেশ রাঙ্গিয়ে দিতে তাদের এই প্রয়াস।
শনিবার (১০ আগষ্ট) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি,ও স্কুল -কলেজের দেয়ালে প্রায় শতাধিক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের মানচিত্র, আন্দোলন সংগ্রামে দাবি এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকাসহ বিভিন্ন শ্লোগান লিখছেন।
পড়ুন>>কুড়িগ্রামে হিন্দু সমাজের ব্যানারে মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ কর্মী
এতে স্কুল কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। এ দৃশ্য দেখতে ভির করে নানা বয়সি মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়কারী রিদওয়ান ইসলাম পর্বন বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলন দিয়ে মাঠে নেমেছিলাম। এক পর্য়ায়ে তা সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। স্বাধীনতা এসেছে।
পড়োন>>আতংকে নয়, পুজায় অংশ নিতে সীমান্ত পার হয়েছিলেন ৭ সনাতন ধর্মালম্বী
এখন আমেদের কাজ রাস্ট্রকে সংস্কার করতে হবে। সে আন্দোলন চলমান। সমাজকে বদলে দিতে, শৃঙ্ঘলা ফেরাতে, জনগনের রাস্ট্র প্রতিষ্ঠায় আমেদের কার্য়ক্রম চলমান থাকবে।
Leave a Reply