কুড়িগ্রামে কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ।
কুড়িগ্রামে রমাদান ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্ট কুড়িগ্রাম জেলা শাখা।
রবিবার ২৩ মার্চ দুপুরে প্রবাসী ডাঃ দূর্দানা রহমানের আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার টাপুভেলাকোপা ফারাজী পাড়া জামে মসজিদ মাঠে এসব উপহার সমাগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাউল, সয়াবিন তেল, সেমাই, আলু,পিয়াজ, চিনি।
এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্ট কুড়িগ্রাম জেলা শাখার প্রতিনিধি মোঃ ফজলুল করিম ফারাজী, আলহাজ্ব নবাব আলী, মোঃ নওশের আলী, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী উপহার পেয়ে সুবিধাভোগীরা কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্টের সাথে সহযোগীতাকারীদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply