রংপুরের কাউনিয়া অটো ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে।
কাউনিয়ায় উপজেলার টেপামধুপুর লালমসজিদ থেকে রাজিব গামী গ্রামীন সড়কে সোমবার অটো চাপায় রিয়ান বাবু (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রিয়ান বাবু নিজদর্পা ভাংগারজং গ্রামের রবিউল ইসলাম এর পুত্র।
অটোর ধাক্কায় রিয়ান বাবু রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় এবং অটোটি পাশের খাদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ঘটনা স্থালে গিয়ে আটোর ধাক্কায় রিয়ান বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply