কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার।
রংপুর র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়ার শাহবাজ গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে ১৩৪ বোতল ফেনসিডিলসহ মমিনুল ইসলাম (৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মমিনুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত্যু মোফাজ্জল হোসেনের পুত্র।
এ সময় তার দেহ তল্লাশি করে একটি সবুজ প্লাস্টিক বস্তার মধ্যে থাকা ১৩৪ বোতল ফেন্সিডিল, একটি গ্লাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোন, একটি নোকিয়া বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের এফাসি আরটি আর ১৬০ সিসি নীল রঙের মোটরসাইকেল জব্দ করে। ফেন্সিডিলগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন ধৃত আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১১, তারিখ-২৭/০৬/২০২৫)।
রংপুর র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply