সনাতনী ধর্মালম্বিদের সর্ব বৃহৎ উৎসব আসন্ন দুর্গা পুজায় বিভিন্ন মন্দীরে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি বাছাই সোমবার সম্পন্ন করা হয়।
পড়ুন>>মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ
সরেজমিনে কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে গিয়ে দেখা গেছে দুর্গা পুজায় দায়িত্ব পালনের জন্য উপজোর একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের আগ্রহীদের উপচেপাড়া ভীর। শতশত আগ্রহীদের মাঝ থেকে বিভিন্ন কাগজপত্র ও ফিটনেস দেখে বাছাই কার্য সম্পন্ন করেন রংপুর জেলা থেকে আগত প্রবীর কুমার রায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিঠাপুকুর রংপুর। সদস্য মোছাঃ ফেরদৌসী আকতার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কাউনিয়া রংপুর সদস্য সচিব তাহেরা সিদ্দিকা উপজেলা প্রশিক্ষিকা কাউনিয়া রংপুর।
কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার জানান, রংপুর জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনা মোতাবেক সনাতনী ধর্মালম্বিদের সর্ব বৃহৎ উৎসব দুর্গা পুজায় বিভিন্ন পুজামন্ডপে দায়িত্ব পালন করার জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্নদের বাছাই করা হয়েছে।
Leave a Reply