কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু।
রংপুরের কাউনিয়ার তিস্তার চরাঞ্চলে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলার ৬টি ইউনিয়নের ১৭ টি গ্রাম তিস্তা নদী দ্বারা বেষ্টিত। এ চরাঞ্চলের কৃষকরা আগাম আলু, বাদাম, মরিচ, পিঁয়াজ, রসুন, বাঁধা কপি, ফুল কপিসহ নানা জাতের ফসল চাষাবাদ করেন। আগাম জাতের ধানের দাম ও খড়ের দাম বেশি পাওয়ায় কৃষকরা দিন দিন আগাম জাতের ধান চাষে আগ্রহী হয়ে ওঠছেন ।
এজন্য তিস্তার পলি মাটিতে আগাম জাতের ব্রি-৩৩, ব্রি-৭৫,বিনা-৭, বিনা-১৭ জাতের ধান চাষাবাদ করেছেন।
সেই আগাম জাতের ধান পেকেছে। প্রায় ৩০ভাগ খেতের ধান কাটা মাড়াই শেষ হয়েছে। সপ্তাহ দুয়েক এর মধ্যে আগাম জাতের ধান কাটা মাড়াই শেষ হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৮হাজার ২৭৯ মেঃটন।
রাজিব গ্রামের কৃষক মোহসিন আলী জানান, এবার ধান চাষাবাদে দ্বিগুণ খরচ গুণতে হয়েছে। আমন মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচের পানিতে রোপণসহ, বাড়তি দামে সার কীটনাশক ক্রয়, শ্রমিকের মূল্য বেশির কারণে আমাদের বাড়তি খরচ হয়েছে। উৎপাদন খরচ বেশি হলেও ধানের ন্যায্য দাম পেলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তারা আশা পোষণ করছেন।
নাজিরদহ গ্রামের কৃষক লুৎফর রহমান জানান নতুন ধান কাটা মাড়াই শেষ করেছি। এখন সেই জমিতে আলু, ভূট্টা, মরিচ, বাদাম, রসুন, পিঁয়াজ চাষের প্রস্তুতি নিচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানান, মৌসুমের শুরুতে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় আমন রোপন কিছুটা বিলম্বে শুরু হলেও বর্তমানে মাঠে ফসলের অবস্থা অনেক ভাল। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply