রংপুরের কাউনিয়ায় ছাত্রলীগের পদ পেতে দিতে হলো ৩০ নম্বরের পরীক্ষা।
রংপুরের কাউনিয়ায় ছাত্রলীগের পদ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা।
কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা শনিবার সন্ধ্যায় আলহাজ্ব গফুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সহ- সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী,সারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহম্মেদ, সম্পাদক ইকবাল হোসেন, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা। ২০ মিনিটে ৩০ নম্বরের এ পরীক্ষায় নেন অংশ গ্রহণ করেন প্রায় ৩০ জন পদপ্রত্যাশী ছাত্র লীগের নেতা কর্মীরা।
Leave a Reply