কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শনে ডোমারে সিভিল সার্জন
নীলফামারীর ডোমারে Women’s hope International এর সহযোগিতা কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন করেন নীলফামারী জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান।
বুধবার ৪ অক্টোবর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট, পার্বতীপুর দিনাজপুরের বাস্তবায়নে এই ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সার্বিক তত্বাবধানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আফরিন এবং বিদেশি গাইনোক্লোজিষ্টবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তার আয়োজনে বিভিন্ন এলাকার ৫৯ জন মহিলা ও শিশু উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পিং সফল করতে দ্বায়িত্ব পালন করেন ল্যাম্ব এসএস-এফজিএস প্রকল্পে কর্মরত মনজু আরা বেগম, তোজাম্মেল হক ও ইছারব হোসেন। স্থানীয় ভাবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (ইনচার্জ) আল-আমীন রহমান এবং পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।
Leave a Reply