বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, সমাজকর্মী, রাজনীতিবিদ ও সফল উদ্যোক্তা মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে এ বছরের আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনীত করা হয়েছে। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, ব্যবসায়ী, সাংবাদিকতা এবং মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
১৯৮১ সালের ৩ মে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইকড়ছই গ্রামের পারুয়া বাড়ীতে জন্মগ্রহণ করা জামাল উদ্দিন বেলাল ছোটবেলা থেকেই মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তাঁর পিতা মৃত জমশেদ আলী ছিলেন একজন নিবেদিত সৎ ব্যবসায়ী। যিনি ২০০৬ সালে ইন্তেকাল করেন।
তাঁর মা মৃত মোছা: সুফিয়া বেগম ছিলেন একজন ধর্মপ্রান মহিলা ও গৃহীনি। যিনি ২০২০ সালের করোনাকালিন সময়ে মারা যান। চার ভাইদের মাঝে বড় তিনি। সবাই দেশে সুনামের সহিত ব্যবসায়ে জড়িত। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
জনাব জামাল উদ্দিন বেলাল গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা ও বিশ্বনাথ উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিছবাহুল উলুম দাখিল মাদরাসা হতে ২০০০ সাথে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথপুর উপজেলার আরেক দ্বীনি মারকাজ হবিবপুর সিনিয়র আলিয়া মাদরাসায় আলীম জামায়াতে ভর্তি হয়ে যথারীতি লেখা পড়া চালিয়ে যান এবং দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট হতে কেরাতের সর্বোচ্চ স্তর সম্পন্ন করেন। হঠ্যাৎ পিতা মারা যাওয়ায় শিক্ষা জীবনের ইতি টেনে সফল উদ্দোক্তা ও ব্যবসায়ী জীবন শুরু করেন।
২০০৬ সালে পিতা মারা যাওয়ার পর একজন সফল ব্যবসায়ী হিসেবে কাজ করছেন। জগন্নাথপুর বাজারে ব্যবসায়ী গ্রুপ আল হিকমাহ এন্টারপ্রাইজের এমডি হওয়ার পাশাপাশি তিনি রেনেসাঁ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানও মনোনিত হন। তার নিজের পরিচালনায় জেবি শপ ডেলিভারি, আল আমিন লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, নাবিলা ভ্যারাইটিজ ষ্টোর, অভিযান ট্রেডার্স, পিংলা এন্টারপ্রাইজ, ফাইভস্টার ও কুশিয়ারা বিজনেস গ্রুপসহ অনেকগুলো ব্যবসা পরিচালনা করেন।
২০০৮ সালে ৪ জন পরিচালক নিয়ে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর মাধ্যমে নতুন করে আইকনিক ব্যবসায়ী জগতে পর্দাপন করে মাদার প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিক্স-১,২,৩ ও আইডিয়াল ইলেকট্রনিক্স নামে চারটি ইলেকট্রনিক্স পন্যের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। বর্তমানে দুইটি প্রতিষ্ঠা তিনিসহ অন্য পরিচালকগণ মিলে পরিচালনা করছেন।
২০০৬ সালে জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতাও শুরু করেন এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডে কয়েকজন সিনিয়র সাংবাদিক নিয়ে একটি মিডিয়া অফিসও প্রতিষ্ঠা করেন। সিলেটের স্হানীয় পত্রিকা দৈনিক মানচিত্র, সিলেটের ডাক ও লন্ডনের সাপ্তাহিক অভিমত, জাতীয় দৈনিক ভোরেরকাগজ, দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রামসহ অনেকগুলো স্হানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করেন।
তার সম্পাদনায় মাসিক জগন্নাথপুরের সংবাদ ও আলোকিত জগন্নাথপুর নামক দুইটি পত্রিকা দীর্ঘদিন প্রকাশিত হয়। এখনও তার সম্পাদনায় দৈনিক জগন্নাথপুরের খবর ডটকম অনলাইন পোর্টাল নিয়মিত পরিচালিত হয়ে আসছে এবং খবর টিভির চেয়ারম্যান ও জুলাই বিপ্লব অনলাইন পোর্টালের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সিলেটের স্হানীয় দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবেরও সহ সভাপতি ছিলেন দীর্ঘদিন।
২০২১ সালে নলুয়া হাউজিং এস্টেট লি: নামের একটি প্রতিষ্টান প্রতিষ্টা করেন ২৫ জন পরিচালক নিয়ে। জগন্নাথপুর পোরএলাকার মমিনপুর,সুপার মোহাম্মদপুর ও বাসমতিপুর মৌজায় প্রায় ৪ একর জায়গা ক্রয় করে শেয়ারদের মধ্যে বিতরণ করে হাউজিং ব্যবসায়ও জড়িয়ে আছেন এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালে নলজুর হোল্ডিংস কর্পোরেশন নামে আরেকটি প্রতিষ্টান প্রতিষ্ঠা করে জগন্নাথপুর বাজারে সবচেয়ে বড় আধুনিক আলিশান শপিংমল গড়ে তুলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিসহ ৩০ জন দেশি বিদেশি পরিচালক। তিনি এই প্রতিষ্ঠানের এমডি এন্ড সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী ইকড়ছই গ্রামে শিক্ষানুরাগী কয়েকজন যুবক নিয়ে হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল প্রতিষ্টার মাধ্যমে এলাকায় শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। ২০২১ সালে জগন্নাথপুর উপজেলায় মেয়েদের শিক্ষা প্রসারের জন্য জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলার ক্রেক্ষে পরিচালক হিসাবে জড়িয়ে আছেন এলাকার শিক্ষা সচেতন যুবকদের সাথে। প্রতিষ্ঠানটি জগন্নাথপুর উপজেলায় মহিলা অঙ্গনে শিক্ষা প্রচারে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে।
জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ রোডে অবস্হিত মরহুম গোলাম রাব্বানী ভূইয়া সাহেবের প্রতিষ্ঠিত ও ওয়াফ্কৃত আছাবুননেছা জামে মসজিদে গোলাম রাব্বানী ভূইয়া কোরআনিক একাডেমী প্রতিষ্ঠা করেন। যার পরিচালক হিসাবে ওমর হাসান ভূইয়া জিলানীও জড়িত আছেন।
ব্যাংকে গ্রামে নিয়ে যাওয়ার উপপাদ্যকে সামনে নিয়ে ২০২১ সালে রসুলগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক পিএলসির একটি এজেন্ট আউটলেট প্রতিষ্ঠা করেন দেশি বিদেশি ১১ জন পরিচালক নিয়ে। যার স্বত্তাধিকারী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জামাল উদ্দিন বেলাল ২০০০ সালে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে জগন্নাথপুর পৌর শাখার সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলনে পর্দাপন করেন। উপজেলার বাতুলমাল সম্পাদকসহ ২০০৩ সালে জগন্নাথপুর উপজেলা সাথী শাখার সেক্রেটারী মনোনীত হয়ে দায়িত্ব পালন করে ছাত্র জীবন শেষে গণ আন্দোলনে যোগদান করেন।
পরে তিনি উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের উপজেলা সেক্রেটারী, সভাপতি ও জেলা জয়েন্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর পৌর শাখার সেক্রেটারী, উপজেলা শাখার শুরা কর্মপরিষদসহ বায়তুলমাল সেক্রেটারী হিসাবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম আই বি ডব্লিউ এফের জগন্নাথপুর উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনেও কাজ করছেন তিনি জগন্নাথপুর দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও ইসলামী সমাজকল্যান পরিষদ এই দুইটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। হিল সামাজিক সংগঠনের দাতা সদস্যও মনোনীত হয়েছেন। রানীগঞ্জ টুরিস্টক্লাব ও ইসলামী সমাজকল্যান পরিষদ পাটলীর উপদেষ্টা হিসাবেও জড়িত আছেন। জগন্নাথপুর ফরেনার ফ্রেন্ডসক্লাব ও যুবফোরাম প্রতিষ্ঠান করেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচার) উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিকতায় আল আমিন মিশনের কাজও চালু করছেন।
ব্যবসা সাংবাদিকতা ও সামজিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ওয়ালটন নেটওর্য়াক ডিষ্টিবিউটর সুনামগঞ্জ জোনে চ্যাম্পিয়ন ও সারাদেশে সেরা ৫০ এ স্হান করে নেন ও জীবনের সেরা পুরস্কারে ভূষিত হন। এ পযর্ন্ত তিনি ইউরোপের দেশ ইংল্যান্ডে ২ বার ভিজিট করেছেন। (ফ্যামেলীসহ একবার)। তাছাড়া এশিয়ার অনেকগুলো দেশও গ্রমন করেছেন।
আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫:
আলো মিডিয়া অ্যাওয়ার্ডের বিচারক মন্ডলী সর্বসম্মতভাবে মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাঁর বহুমুখী প্রতিভা, ব্যবসা, সাংবাদিকতা ও মানবিক কাজে অবদানের জন্য তাঁকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল আমাদের কাছে একজন ব্যবসায়ী আইডল সাংবাদিক ও এক উজ্জ্বল অনুপ্রেরণার নাম। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করি।
Leave a Reply