কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত প্রত্যন্ত চরাঞ্চল শালজোড় ও কাজিয়ার চরে এ্যাম্বাসি অব দ্যা পিপলস রিপাবলিক অব চায়না ইন বাংলাদেশ এবং এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এ্যালমুনাই এর সহযোগিতায় ইম্পল ইমপ্যাক্ট ইনটিটিভ নামের সংগঠন এসব কম্বল বিতরণ করে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও শামীম রাইয়ান এরিয়া কো-অর্ডিনেটর রংপুর।
এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার এনামুল হক।
ধন্যবাদ জানাচ্ছি
ধন্যবাদ জানাচ্ছি।
যদি সম্ভব হয় তাহলে ঈশ্বর বড়ুয়া গ্রামের মানুষকে কিছু কম্বল দেয়ার অনুরোধ করছি।