কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল দল দেখে ভয়ে কালজানী নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া
নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী । ওই যুবক শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
রবিবার (১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বউবাজার নামক এলাকার কালজানি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নাজমুল আরো দুইজনের সাথে কালজানী নদীর পাড়ে বসেছিল। এসময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায়। নাজমুল ও আরেকজন নদীতে ঝাপ দেয়। নদীতে ঝাপ দেয়া ওই দুজনে একজন তীরে উঠতে পারলেও নাজমুল পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এর পর থেকে কালজানি নদীতে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করেও নাজমুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রবিবার দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে (ভাটিতে) বউবাজার নামক স্থানে নাজমুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসেভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সোমবার (১৮ এপ্রিল) লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply