কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৬ ডিসেম্বর উপজেলা মহানাম যজ্ঞ উদ্যাপন পরিষদের উদ্যেগে উপজেলার নেওয়াশী ইউনিয়নে মহানাম যজ্ঞ অনুষ্টান উদযাপিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলার মহানাম যজ্ঞ উদ্যাপন কমিটি কতৃক আয়োজিত এ অনুষ্ঠানটি সপ্তম বারের মত পালিত হচ্ছে।
অনুষ্ঠানটি নেওয়াশী ইউনিয়নের মধ্যে সুখাতী গ্রামে ৪ দিন ব্যাপি পালিত হয়।
অনুষ্ঠানে নাগেশ্বরী পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর ভক্ত বৃন্দ অংশগ্রহনের মাধ্যমে এ অনুষ্টান পরিচালিত হয়। উদযাপন কমিটির অর্থ সচিব হর চন্দ্র ফন্টু বলেন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এ অনুষ্ঠান হচ্ছে।
কমিটির সাধারণ সম্পাদক বসন্ত কুমার রায় বলেন এই অনুষ্ঠানটি লটারীর মাধ্যমে আমরা এবছর নেওয়াশীতে পেয়েছী এতে আমারা অনেক আনন্দিত। সকল ভক্ত বৃন্দ প্রভুর নিকট দেশে শান্তি শৃঙ্খলার জন্য প্রার্থনা করেন।
থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৫, কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ পরিদর্শন করেন।
প্রথম দিন অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়, দ্বিতীয় দিন মহানাম কিত্তন, তৃতীয় দিন অষ্ট কালিন লিলা কিত্তন, ৪র্থ দিন মহা প্রভুর ভোগ আরতী ও মহা প্রসাদ বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত সমাপ্তি হয়।
Leave a Reply