এনটিভির আয়োজনে ডোমারে শীতবস্ত্র বিতরণ।
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির আয়োজনে ডোমারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পড়ুন>> বিশ্বম্ভরপুরের কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ এর সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার ১৩ই ডিসেম্বর সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এছাড়াও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা মিলে মোট ২ শতাধিক অসহায় পুরুষ এবং মহিলা শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply