দাগনভূঞা-সোনাগাজী উপজেলার সীমানা অবস্থিত হাফেজ শামসুল হক এতিমখানা মাদ্রাসা গতকাল ৬ সেপ্টেম্বর সাংবাদিক হাসনাত তুহিন এর সহযোগিতায় তিনার ইস্কুল বন্ধু মালোশিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের অর্থয়ানে ২বস্তা চাউল,মুসুরির ডাল,বুটের ডাল উপহার হিসেবে মাদ্রাসার সেক্রেটারি ও সুপারে হাতে তুলেদেন সাংবাদিক হাসনাত তুহিন। উপহার গ্রহণ শেষে মাদ্রাসার সুপার সকল বানভাসী মানুষদের জন্য দোয়াও মোনাজাত করেন।
মাদ্রাসার নেতৃবৃন্দরা হাসনাত তুহিন এর উদ্দেশ্যে বলেন, আপনি যে ভাবেই আজকে সহযোগিতার হাত বাড়িয়ে এতিমদের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও সবসময় মাদ্রাসা প্রতি নজর রাখবেন।উপস্থিত সকলের নিকট আকুল আবেদন জানান।
Leave a Reply