কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা শেষে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির সভাপতি আবু তাহের ফারাজী।
সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক ব্যবসায়ী মেসার্স সরকার ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইফতেখারুল ইসলাম শ্যামা কে আহ্বায়ক ও মেসার্স সাগর ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা কার্যালয়ে না আসায় ব্যবসায়ী কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত ও ক্ষতিগ্রস্ত হয়ে সংগঠনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমদানি-রফতানি কার্যক্রমে। মুখ থুবড়ে পড়ে সরকারের রাজস্ব আদায়।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণ ব্যবসায়ীরা ২৭ নভেম্বর (বুধবার) বিকেলে বিশেষ এক জরুরি সভার আহ্বান করেন।
সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়। যাতে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন গুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
Leave a Reply