সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো: শাহ আলম
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উদযাপন হয়েছে ১লা নভেম্বর। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি পিপিএম ও পুলিশ সুপার জনাব আ.ফ.ম. আনোয়ার হোসেন, সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সমর কুমার পাল।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সংগঠন প্রতিনিধি ও যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: শাহ আলমের নেতৃত্বে বিগত সময়ে ব্যাপক কার্যক্রম সম্পন্ন হয়েছে যেমন কোভিড-১৯ ও বন্যাসহ প্রাকৃতিক দূযোর্গে ত্রাণ বিতরণ, মাধক বিরোধী কার্যক্রম, অনুদান প্রদান, বৃক্ষ রোপন, বাল্য বিবাহ রোধ, গুণীজনদের সম্মাননা প্রদান, বিভিন্ন সচেনতামূলক কার্যক্রম, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রসার, খেলা-ধুলা ও সাংস্কৃতিকমূলক কার্যক্রম করে সকল মহলে আলোচীত হয়েছেন তিনি।
Leave a Reply