সুনামগঞ্জে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার
সুনামগঞ্জে র্যাব-৯,সিলেট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট বাজার হতে ০৭ টি Neogel 90 Explosive উদ্ধার করা হয়েছে।
পড়ুন>>সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হাতে প্রায় দেড় লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ২১ অক্টোবর সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক (NEOGEL,90)SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2)125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502(MS.INDlA) উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয় বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply