কুড়িগ্রামের রৌমারীতে বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মুন্নি আক্তার (৩২) নামে এক মাদক কারবারী নারীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। ২৩ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে রৌমারী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুন্নি আক্তার রাজধানী ঢাকার মিরপুর পল্লবী থানার টেকের বাড়ি চানকার ট্যাক বস্তি এলাকায় আমান উল্লাহ আমান এর ভাড়া বাসায় থাকা শাহাজাদা হোসেনের মেয়ে বলে জানা গেছে । দীর্ঘদিন ধরে মুন্নি আক্তার মাদক কারবারের সাথে জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মুন্নি আক্তার গাঁজার একটি বড় চালান নিয়ে রৌমারীতে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি বিশেষ টিম দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুন্নি আক্তারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ বদ্ধপরিকর এবং
এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রেফতারকৃত মুন্নি আক্তারকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
Leave a Reply