রাণীশংকৈল উপজেলা মহিলা দলের কমিটি গঠন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোববার(২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পড়ুন>>নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
এদিন সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস।
সভায় আগের উপজেলা মহিলা দলের কমিটি ভেঙে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন মনিরা বিশ্বাস, যুগ্ম আহবায়ক রেসমা হায়দার টুনি, যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম ও সদস্য সচিব আনার কলি।
এ সময় মহিলা দলের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply