রাণীশংকৈলে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগের বিধি সংশোধনের দাবি ও ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২মার্চ)দুপুরে উপজেলার আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে তারা বলেন, আমাদের পাঁচ দফা যৌক্তিক দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে। যতক্ষণ দাবি পুরণ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
Leave a Reply