রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
পড়ুন>>ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত
র্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমবায় পরির্দশক কর্মকর্তা নুরুজ্জামাল, উপজেলা সহকারী পরির্দশক মনা মন্ডল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সাংবাদিক জিয়াউর রহমান প্রমূখ।
শিক্ষক দিলারা বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোগ্যপণ্য সমিতির সম্পাদক আবু হোসাইন, পামলবিল পানি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, আব্দুর রহমান, পাট কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমানসহ অনেকে।
পড়ুন>>তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
পরে বিশেষ অবদানের জন্য সমবায়ের ৫ টি সফল সমবায় সমিতিকে সন্মমনা ক্রেস্ট দেওয়া হয়।
Leave a Reply