ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাতে র্যাব অভিযান পরিচালনা করে আকবর আলী (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্বার করেছে।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আকবর উপজেলার চোপড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। থানা সূত্র মতে, এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আভিযান পরিচালনা করে আকবর নামে এক ব্যক্তির কাছ থেকে একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে।
পরে মূর্তিটি সীলগলা করে থানায় রাখা হয়েছে। মূর্তিটির ওজন ৩ কেজি ৩০০ গ্রাম,যার দৈর্ঘ্য ১৩ ইঞ্চি ও পস্তা ৬.৫ ইঞ্চি। এবং মূর্তিটির বাম পার্শ্বে স্বরস্বতী এবং ডান পার্শ্বে লক্ষীর অবয়বে নির্মিত। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আকবর মূর্তি বিক্রি চক্রের সাথে জড়িত।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বুধবার ১২জানুয়ারি সকাল মুঠোফোনে জানান, মূর্তি ও আটককৃত আকবর আলী থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি জেলা সরকারি ট্রেজারিতে এবং আকবরকে জেলা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply