নওগাঁ রাণীনগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার করা হয়েছে।
রাণীনগরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডাবলু প্রামানিক (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার নয়াহরিশপুর গ্রামের জনৈক এক ব্যক্তির কাছ থেকে তিন মাস আগে ৫শ’ টাকা ধার নেয় একই গ্রামের ডাবলু প্রামানিক।
বেশ কিছুদিন ধরে ডাবলু পাওনাদারকে ধারের টাকা পরিশোধ করছিল না। টাকা ফেরত পেতে পাওনাদার গত ৮ সেপ্টেম্বর ডাবলুর বাড়িতে যান।
এরপর ওইদিন বিকাল ৫টার দিকে ডাবলু টাকা পরিশোধ করতে পাওনাদারের বাড়িতে যায়। এ সময় পাওনাদার বাড়িতে ছিলেন না। আর এই সুযোগে ডাবলু পাওনাদারের স্ত্রীর ঘরে প্রবেশ করে।
এ সময় ডাবলু ওই গৃহবধূকে পিছন থেকে ঝাপটে ধরে হাত দিয়ে মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে ডাবলুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতার ডাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply