রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর সকাল ১০টায় র্যালী ও ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন>>চিলমারীতে আট জুয়াড়ি গ্রেপ্তার
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. এ ছালাম। তিনি সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায়ের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করে কেবল অর্থনৈতিক অবস্থার উন্নতি নয়, সমাজে একটি সমতার পরিবেশ সৃষ্টি করা সম্ভব। সমবায় আন্দোলন বৈষম্যহীন সমাজ গঠনে এক বিশাল শক্তি হিসেবে কাজ করতে পারে।”
তিনি আরও বলেন, “সমবায়ের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জন করা সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ সময় আরো বক্তব্য রাখেন, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, শাহজাহান আকুল, ফজলুল হক ও উপজেলা সমবায় সহকারী পরিদর্শক শাহনাজ পারভীন প্রমুখ ।
এছাড়া, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা তাদের দলগত কর্মকাণ্ড, উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবার মাঝে উদ্দীপনা ছিল দৃশ্যমান, যা দিবসটিকে আরও সফল ও অর্থবহ করে তোলে।
৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপনের মধ্য দিয়ে রাজিবপুর উপজেলায় সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত হলো। দিনটি উদযাপনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যরা দেশ গঠনের লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Leave a Reply