উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাকে, প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া সহ বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ মান্দা উপজেলা ৩ নং পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল।
বুধবার সকাল সাড়ে ১১ টায় কুসুম্বা মসজিদ মোড়ে সিমানা কফি হাউজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারা আমার অফিস কক্ষে এসে সন্ত্রাসী কায়দায় চাপ সৃষ্টি করে প্রাননাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়। কিন্তু সেটির আইনগত বৈধতা না পাওয়ায় ইউপি সদস্যদের মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূল মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ করে চলেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ করা হয়েছে।
সেসব প্রকল্পের অধিকাংশ পিআইসি অভিযোগকারী ইউপি সদস্যরায়। তারা অন্যের প্ররোচনায় পড়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করতেছে। বর্তমানে আমি স্বাধীনভাবে চলাফেলা করতে পারছি না এবং প্রাণনাশের হুমকিতে আছি। আমি ইউনিয়ানবাসীসহ প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply