মদ, গাজা এবং পাত্তা ও জুয়াড়ীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা মগরাহাট পশ্চিমের ব্লক সভাপতির।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সামসুল হুদা লস্কর তার এলাকা থেকে মদ ও গাজা এবং জুয়াড়ীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন।
সেই সঙ্গে তাঁর উত্তর কুসুম অঞ্চলের মানুষের মধ্যে গণসচেতনতা করতে ইতিমধ্যেই মাইকিং প্রচার শুরু করে দিয়েছে। বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল দখল করে আছে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা।
এই অঞ্চলের প্রধান পশ্চিম বাংলার বিধান সভার সাবেক বিধায়ক এবং জননেতা প্রয়াত ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতা আবুল বাশার লস্করের স্ত্রী মমতাজ মাসকিনা বেগম।
তিনি আজ তার হোম এলাকা সকাল থেকে মাইকিং প্রচার শুরু করে দিয়েছে। যদি কোথাও প্রকাশ্যে খাজা এবং মাদক দ্রব্য সেবন করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তি ও জরিমানা দুই কন্যা হবে বলে উল্লেখ করেন। আজকের এই ঘোষণার পর সাধারণ মানুষ এই পদক্ষেপ গ্রহণ কে সাধুবাদ জানিয়েছেন।
তবে সমাজের যারা মাদকদ্রব্য সেবনকারী জুয়াড়ীদের বক্তব্য হল। যিনি এমন একটি সামাজিক কাজের জন্য অনুরোধ ও ঘোষণা করেন। তার দলের নেতা ও কর্মীরা এই অসামাজিক কাজের মধ্যে জড়িত ছিলেন।
কারণ গত পঞ্চায়েত নির্বাচনে জিততে তাদের দলের সদস্যরা গাজা এবং মদ ও পাত্তা তুলে দিয়েছিল মাদক সেবন কারীদের কাছে। বর্তমানে কি শাসক দল , কি বিরোধী দলের নেতা ও সদস্যরা এই সব গাজা এবং পাত্তা খোর এবং জুয়াড়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবেন তা লাখ টাকার প্রশ্ন।
সেই সঙ্গে প্রকৃত পক্ষে যারা গাজা এবং পাত্তা ও মদ এবং জুয়াড়ীদের বিরুদ্ধে লড়াই করবে তাদের মধ্যে কেউ কেউ ওই সব নেশাগ্রস্ত মানুষের সাথে চলাফেরা করে। আর যারা গাজা এবং মদ এবং পাত্তা ব্যাবসায়ী তাদের অনেকেই লোকাল থানায় মান্তির বা মাস কাবারি পেমেন্ট দিয়ে এই অপরাধ মূলক ব্যাবস্থা চালায়।
কারণ উস্তি, কারবেলা, গড় খালি, পদ্মপুকুর, দেউলা নাজরা, শেরপুর, রঙিলাবাদ অঞ্চল থেকে শুরু করে লক্ষীকান্ত পুর পঞ্চায়েত এলাকা পযন্ত মদ, পাত্তা,গাজা এবং জুয়াড়ীদের কারবার রমরমিয়ে চলেছে।
তবে মগরাহাট পশ্চিমের ব্লক ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সামসুল হুদা লস্কর তিনি যে উদ্দোগ নিয়েছেন তার সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষ।
Leave a Reply