ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কলেজ মোড় এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করেছেন শিক্ষকরা।
সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করে এতে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমাজের রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রাসেল, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
Leave a Reply