কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর, জামতলা মোড়, কলেজ মোড়, বাজার রোড, থানা রোড ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বেশ কয়েকটি সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের।
শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিনের আন্দোলনের সময় বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এমনকি উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশের প্রায় ২০টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। এর কারণে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা,পোড়া ময়লার স্তুপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা।
এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বিভিন্ন ময়লার স্তূপে রাখা হয়।
পড়ুন>>গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা -রয়টার্স
এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। এই পরিচ্ছন্ন কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ স্কাউটস, গ্রীন ভয়েস, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোক বর্তিকা ও ইসলামী ছাত্র শিবির অংশ গ্রহন করে।
Leave a Reply