কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যু শিক্ষার্থীর নাম সিয়াম। সে ভূরুঙ্গামারী সরকারি পাইলট বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তারা দুই বন্ধু মিলে গোসল করতে নামে দুধকুমার নদীতে। পানিতে বল নিয়ে খেলতে গিয়ে দুজনেই পানিতে ভেসে যায়। তৎক্ষনাৎ স্থানীয় মাছ ধরতে থাকা কিছু লোকের সহযোগিতায় এক বন্ধু জাহিনকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে।
পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply