কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো চালক হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার(১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার সাথে জড়িত আলতাফুর (৩৮) ও আসাদুল (৩৫) কে আটক করে এবং ধৃতদের স্বীকারোক্তি মোতাবেক মৃতের মোবাইল সেটটিও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আন্ধারীঝাড় ইউনিয়নের হেলোডাঙ্গা গ্রামের আমেজ মন্ডলের পুত্র রতন মিয়া গত ১২ সেপ্টেম্বর রাতের খাবার শেষে বাড়ির পাশে একটি দোকানে যায়। দীর্ঘ সময় ছেলে বাড়িতে না আসায় ছেলের মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে খোঁজখুজির এক পর্যায়ে জানতে পারে আলতাফুর রাত ১০টার দিকে রতনকে চর বারুইটারী হাফিজিয়া মাদ্রাসার দিকে ডেকে নিয়ে যায়। এরপর গত ১৬ সেপ্টেম্বর দুধকুমার নদের হেলোডাঙ্গা ঘাটে হাতপা বাঁধা অবস্থায় মৃতের লাশ পাওয়া যায়। এব্যাপারে ১৭ সেপ্টেম্বর মৃতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামীকে গ্রেফতার করে। মামলা নং ১৬ তারিখ ১৭.০৯.২২
ওসি আলমগীর হোসেন জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করে সোমবার কুড়িগ্রামে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply