ভুরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল হক জাহেদীর পুত্র মো. ইকবাল হোসেন জাহেদী মিজু (৩৫) এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মো. হামিদুল ইসলামের পুত্র মো. আনিছুর রহমান (৩৪)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে থানার নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply