বিরলে গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনাজপুর বিরলে আলোকিত সমাজ বিনীর্মাণে আলোর দিশারী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন পরিষদ ও বিরল পৌরসভার গুনীজনদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ (অবঃ) প্রফেসর এম. এ জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আরিফা বেগম এবং বিরল সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, ওসি (তদন্ত) রবিউল ইসলাম, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিরল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এরফানুল হক মিঠু, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুল আনাম, জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুর রশিদ, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, পৌর জামায়াতের আমির মাজেদুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জামায়াতের সেক্রেটারি আজমির হোসাইন।
পড়ুন>>
এছাড়াও পৌর জামায়াতের সেক্রেটারি আকরাম আলী, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিউর রহমান, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ, মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী কমিটির আহবায়ক ও ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আক্কারুল। পরে গুনীজনদের সংবর্ধনা ক্রীড়া শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে আলোর দিশারী এর যুগ্ন আহবায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত এর লেখা “বৈষম্য” নামের একটি নাটক মঞ্চস্থ হয়।
Leave a Reply