সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে নিয়ে রওনা হয়েছে তারুণ্যের প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সামাজ।
এ সময় শিক্ষার্থী প্রিন্স বলেন, আমি আমাদের সংগঠন ও আত্মীয়স্বজন পরিবারের সকলের সহযোগীতায় এই কাজে অনুপ্রেরিত হই। বিগত দিনেও সুনামগঞ্জের মহামারী করোনায় বন্যায় আমি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ছিলাম। আজকে এই ভয়াবহ বন্যায় দুর্গত সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এখন আপাতত ৭০ হাজার টাকার ২২৫ প্যাকেট নিয়ে সুনামগঞ্জ থেকে আমরা ছয় জন যাচ্ছি। আমাদের প্রতিটি প্যাকেটে থাকছে। ১ কেজি মুড়ি, ১কেজি চিরা, ২লিটার পানি, ৫০ টাকা দামের বিস্কুট, ৫০ টাকা দামের চানাচুর, ৪ টি করে সেলাইন, ৬টি করে নাপা এক্সটা, ৩০০ গ্রাম গুড়, ১টি করে লাইটার ও ১প্যাকেট করে মোমবাতি। এবং অবশিষ্ট টাকাগুলো আমরা সেখানে গিয়ে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব।
আজকে আমার সাথে যাত্রা পথে সঙ্গী হয়েছেন, আবু তালহা, তাহসিন আহমেদ, ইজাজ উল্লাহ রবিন, রেজুয়ান হোসেন, ফাইয়াজ চৌধুরী শাওন।
Leave a Reply