নুর আলমদের আত্নত্যাগ বৃথা যেতে পারেনা। তারা আমাদর জাতীয় বীর। কুড়িগ্রামে শহীদ নুর আলমের পরিবারকে জেলা প্রশাসনের অনুদান প্রদানের সময় বললেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিতে শহীদ কুড়িগ্রামের ভোগডাঙ্গার ভগির ভিটার মো: নুর আলম মিয়ার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন কুড়িগ্রাম। বিকালে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পারিবারিক কবরস্থানে শায়িত নুর আলমের কবর জেয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য কুড়িগ্রামের ভোগডাঙ্গায় যান জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।
এ সময় তিনি তাদের বলেন, নুর আলম এ দেশের জন্য শহীদ হয়ছে, তাদের আত্নত্যাগ বৃথা যেত পারেনা। তারা আমাদের জাতীয় বীর। তার পরিবারের যে কোন ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান তিনি।
এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম মাঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মন্জুর ই মূর্শেদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: বরমান হোসেন, কুড়িগ্রাম সদর উপজলা নির্বাহী সাঈদা পারভীন, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সাইদুর রহমান, বৈষম্য বিরাধী ছাত্রসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন আমরা পর্যায়ক্রম সকল শহীদ পরিবারের সদস্যদর কাছে যাব এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দিব।
তিনি বলেন শহীদরা আমাদের শিখিয়ে গেছে সমাজে বৈষম্য করা যাবেনা।
Leave a Reply