নীলফামারীর ডিমলায় তিস্তার চড়ে ভারতীয় নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
ডিমলায তিস্তা নদীতে ভারত থেকে ভেসে আসে যুবকের মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলা উপজেলার কিছামত ছাতনাই এলাকার তিস্তার চরে ভারত থেকে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।
বিকালে পুলিশ, বিজিবি ও বিএসএফ, ভারতীয় পুলিশ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানায়, সকালে তিস্তার চরে একটি মরদেহ দেখে বিজিবিকে খবর দেয়া হয়। পরে তারা ভারতীয় পুলিশ ও বিএসএফকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মরদের উদ্ধার পর বিএসএফ, ইন্ডিয়ান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিকট মরদেহটি হস্তান্তর করা হয়।
Leave a Reply