নাগেশ্বরী পায়ড়াঙ্গা মুন্সি পাড়া করবস্থানের উদ্বোধন
কুড়িগ্রামের নাগেশ্বরী পায়ড়াডাঙ্গা মুন্সি পাড়া করবস্থানের উদ্বোধন করা হয়েছে।
৩ডিসেম্বর মোঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মহত ও গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে সামাজিক সকল মুরুব্বিগণ এ করবস্থানের উদ্বোধন করেন।
এছাড়াও মাওলানা খলিলুর রহমান সাবেক সহকারী অধ্যাপক পশ্চিম পায়ড়াডাঙ্গা আলিম মাদ্রাসা, স্থানিয় মহত জহুরুল ইসলাম, সায়েম মিয়া, নুর জামান, আব্দুস ছবুর মিয়া, সাংবাদিক মোসলেম উদ্দিন, সাবেক কাউন্সিলর সজিব আহমেদ, মল্লিক মাস্টার প্রধান শিক্ষক অবসর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ওই সমাজের এক মহত ব্যক্তি জানায়, আব্দুস ছবুর মিয়ার ক্রয়কৃত চার শতাংশ জমি দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীরা ভোগদখল করে আসছিলো। একাধিক বার সামাজিক ভাবে বৈঠক হওয়ার পরেও যখন উদ্ধার করা সম্ভব হয় নি। তখন সে পায়ড়াডাঙ্গা মুন্সি পাড়া করবস্থানের নামে চার শতাংশ জমি ওয়াকফ দলিল করে দেয়।
পরবর্তীতে স্থানীয় মহতগণ দফায় দফায় বৈঠক করে উক্ত জমি উদ্ধার করে বাউন্ডারি দেয়াল সহ জায়গাটি একটি সামাজিক কবরস্থান হিসেবে উন্মুক্ত করেন।
Leave a Reply