কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরির অপবাদে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ।
নাগেশ্বরীতে পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত চুরির অপবাদে সন্ত্রাসী হামলায় মারধর করে হাত পা ভেঙ্গে দিয়ে সাদা কাগজে টিপ সহি নেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইর খামার গ্রামে। ভুক্তভোগী আবুবকর জানায় গত শনিবার রাত ১০ঘটিকার সময় প্রতিবেশি রবিউল মারফত বাড়ী থেকে ডেকে এনে একই গ্রামের মৃত সাইফুরের ছেলে আরিফের নেতৃত্বে তার ভাই রাসু, শফিয়ার ও তার ছেলে আল আমিন, মৃত ইয়াছিনের ছেলে নজরুল, মজিবরের ছেলে রনি এবং অচেনা বেশ কয়েকজন দেশিও অস্ত্র নিয়ে চোর চোর বলে তার উপর অতর্কিত হামলা চালায়।
পরে তাদেরকে বিভিন্ন ভয় দেখিয়ে সাদা কাগজে টিপ সহি নেয়। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছে। কর্তব্যরত চিকিৎসক ইফতারুল ইসলাম অসুস্থ মইনুলের বাম হাত ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মামলা করার প্রস্ততি চলছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
Leave a Reply