কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পশ্চিম পায়ড়াডাঙ্গা হাসেম বাজার যুব সমাজের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি আকবর হোসেন মাস্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন,কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের আব্দুল করিম,
দ্বিতীয় স্থান অধিকার করেন ফুলবাড়ি থানার খোচাবাড়ী গ্রামের শাকিল আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেন নওশাদ আলী নাগেশ্বরী নুনখাওয়া কাঠগিড়াই।
প্রথম স্থান অধিকার কারীর হাতে প্রথম পুরুষ্কার সাইকেল তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক। দ্বিতীয় পুরষ্কার মনিটর, তৃতীয় পুরষ্কার স্মার্ট মোবাইল ফোন তুলে দেয়া হয়।
এদিকে ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় হাশেম বাজারের দোলায় ।
ঘোড় দৌড় দেখতে আসা মাসুদ বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়া দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।
ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা মমিনপুর এলাকার হাফেজ শাহাজুল জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি, শান্তিপূর্ণ পরিবেশে ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।
দর্শক এমদাদুল হক বলেন, অনেক দিন থেকে ঘোড়া খেলা হয় না তাই ছেলেকে নিয়ে এসেছি অনেক ভালো লাগছে।
একরামুক হক তার ছেলে রিদয়কে সাথে নিয়ে খেলা দেখতে এসেছে। সে বলেন অনেকদিন থেকে খেলা দেখি না, খুব আনন্দ লাগছে।
Leave a Reply