নওতাপ নিয়ে নাসার বিবৃতি দাবি করে ভুয়া পোষ্টে ফেসবুক সয়লাব
সত্যিই নওতাপ নিয়ে কি নাসা কোনো বিবৃতি দিয়েছে?মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে।
এই নওতাপ নিয়ে নাসা বিবৃতি দিয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই।
সুর্য্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
নওতাপ নিয়ে নাসা বিবৃতি দিয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই। আসলেই কি নাসা এমন কোনো বিবৃতি দিয়েছে? ফ্যাক্টচেকে দেখা যাচ্ছে, ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত নওতাপ চলার বিষয়ে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি দেয়নি নাসা বরং ভারতের একটি গণমাধ্যমে জ্যোতিষীদের বরাতে উক্ত তথ্য প্রচারের পর তা নাসা জানিয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম ‘এই সময়’ এর ওয়েবসাইটে গত ২৪ এপ্রিল তারিখে এ সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটি লিখেছেন শ্রমণা গোস্বামী।
যেখানে বলা হয়, ‘জ্যোতিষীরা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে।…… এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।’ এই লেখাগুলোই ফেসবুকে প্রচার হচ্ছে।
মূল খবরে উক্ত তথ্য জ্যোতিষীদের বরাতে বলা হলেও আলোচিত দাবি সংক্রান্ত পোস্টে তথ্যগুলো নাসা জানিয়েছে বলে দাবি করা হচ্ছে।
নাসা নওতাপ নাসা বিবৃতি দিয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই।
নওতাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের গোড়াতেই শুরু হয় নওতাপ। প্রতি বছর এই সময় তাপমাত্রা থাকে সবচেয়ে বেশি।
ভারতের পত্রিকা News 18 নওতাপ নিয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, নওতাপ ৯ দিনের একটি মৌসুম।নওতাপের এই ৯ দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
সুর্য্যের নওতাপ সনাতন ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়টা সূর্য দেবতাকে ভক্তি করার উপযুক্ত সময়।
Leave a Reply