নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ ইং শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ডিসেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ প্রশাসক এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম বিপিএএ।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশীদ হারুন, মেহের-উল হোসেন রিসু , আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম রুমা, মাসুমা বেগম, মেহেরুন আকতার পলিন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষক,শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
এবিষয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, ভর্তি লটারির মাধ্যমে ১৬৫ জন আবেদনকারীকে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৯, ৩০ এবং ৩১শে ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
Leave a Reply