চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের মিথ্যা খবর গণমাধ্যমে প্রচারে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী। রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সেই নারী দাবি করেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি। এমন খবর প্রকাশের কারণে তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর কথা, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় এই নারীর সঙ্গে চাঁপাইনাবগঞ্জের মহানন্দা নদীর ধারে প্রতিবেদকের সঙ্গে কথা হয়। ওই নারী তখন একটি কীর্তনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।
ওই নারী বলেন, ‘এই যে আমার নামে কলঙ্কটা দেওয়া হলো, এটা তো সত্যি না। কত টেনশনে আছি, আমার স্বামী অসুস্থ। অ্যাকসিডেন্টে পা ভাঙ্গি গেছে। পুরো পায়ে রিং পরানো আছে। সে ঘরে থাকে। মিডিয়াতে ছড়ানো হয়েছে, আমার স্বামী নাকি সেই দিন ছিল আমার সঙ্গে। আমার স্বামীকে মারধর করে নাকি আমাকে ধর্ষণ করা হইচে। এই কথা মিডিয়াতে ছিল, কিন্তু বাস্তব তো এইডা না। আমার স্বামী প্রায় এক বছর হইল অসুস্থ হয়ে বিছানায় আছে।’
পড়ুন>>দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং লড়াই অব্যাহত থাকবে -ডাঃ শফিকুর রহমান
এই নারী বলতে থাকেন, ‘আমার সমাজের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খারাপ নজরে দেখছে। এভাবে যদি সবাই চলতে থাকে, তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারব না। বেঁচে থাকার মতো পরিবেশ থাকবে না আমার। আমার সঙ্গে যদি এমনটা হইতো, আমি নিজে এর প্রতিবাদ করতাম। আমি তো এত কিছু বলতাম না। আমার সঙ্গে যেটা হয়নি, আমার মাথায় সেটা চাপানো হচ্ছে, তাহলে এটা কেমন করে হয়? আমি কীভাবে এই সমাজের মধ্যে মুখ দেখাব? সেই রকম তো আমার পরিবেশ নাই। আমি অনুরোধ করছি, সকলেই যেন আমার পাশে এসে দাঁড়ায়।’
এই নারীর আকুতি, কোনো নারী ধর্ষণের শিকার হয়েছেন, এটা বলার আগে তাঁরা যেন ওই নারীর মুখে ঘটনা শোনেন। ভেবেচিন্তে যেন এই নিয়ে কথা বলেন। সবার কাছে তাঁর এই অনুরোধ।
Leave a Reply