কুড়িগ্রামে হানাদারমুক্ত দিবস পালন।
৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালন করা হয়ে। এ দিবসটি উপলক্ষে সদর মুক্তিযোদ্ধা কমপেক্স থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়ে পুষ্পমাল্য অর্পন করে। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন,সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের ইতিহাস এবং কুড়িগ্রামকে হানাদার মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার জানান, বাঙালি জাতি বীর মুক্তিযোদ্ধাগণকে আজীবন সম্মান প্রদর্শন ও স্মরণ করবেন।
Leave a Reply