ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউকে এবং বাংলাদেশে অবস্থিত “এ, এস, আর স্কুল অফ ল” ( ASR School of Law) এর আইনের ছাত্র রায়হান আহমেদ। যিনি ব্যারিস্টার আনোয়ার ছাদাত রানা পরিচালিত ওই প্রতিষ্ঠানটি’র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার পতন আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। পুলিশের টিয়ার সেলে ঝলসে গিয়েও আন্দোলন এগিয়ে নিতে যিনি ছিলেন অদম্য ও অপ্রতিরোধ্য। ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন নেতৃত্বহীনতায় কুড়িগ্রাম নীরব, নিস্তব্ধ।
এর পর থেকে ঢাকায় নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজ জেলা কুড়িগ্রামের সকল স্কুল-কলেজের সমন্বয়কদের সাথে নিবিড় যোগাযোগ এবং দিকনির্দেশনা,আইনি পরামর্শ, অর্থনৈতিক সহযোগিতা দিতে থাকেন এবং রাজপথে আন্দোলনের প্রতিফলন ঘটাতে মরিয়া হয়ে উঠেন কুড়িগ্রামের কৃতি শিক্ষার্থী রায়হান আহমেদ।
আর এ কাজে সবার অগোচরে পর্দার অন্তরালে সহযোগিতা দিয়ে আসেন তার পিতা সাংবাদিক দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু।
বিষয়টি বুঝতে পেয়ে ছাত্রলীগের হুমকি-ধামকি শুরু হয়। রাজনৈতিক রোষানলে পড়ে তার পরিবারটি।
সেদিন ছাত্রলীগ এবং পুলিশের দ্বি-মুখী চাপে ৪ ঘন্টা কর্মসূচি’র পর পুলিশের কাছে নিরাপত্তার শর্তে মাঠ থেকে চলে যেতে রাজি হয় আন্দোলনকারী ছাত্র -ছাত্রী। সাংবাদিকরা সেই সংবাদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশ করলে সাংবাদিকদের উপর শুরু হয় ছাত্রলীগের হুমকি। যে হুমকির তালিকায় ছিলেন সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ ও এই বীর যুবকের পিতা সাইয়েদ আহমেদ বাবু ও আমার অন্যান্য সহযোদ্ধারাও।
কিন্তু এতেও দমেনি সাংবাদিক ও শিক্ষার্থীরা। ছাত্রলীগ রাতে হুমকি দেয় সাংবাদিক, শিক্ষার্থী এবং অভিভাবকদের।
যাতে কেই কর্মসূচিতে ঘর থেকে বের না হয়।সাংবাদিকদের হুমকি দেয় তাদে মেরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে। কিন্তু হুমকিতে কাজ হয়নি।
কিছুক্ষণ পরেই পৌরবাজারস্থ দ্বিতীয় তলায় অবস্থিত টেলিভিশন সাংবাদিক ফোরামে ছাত্রলীগের একটি টিম সিনেমা স্টাইলে উঠে,এবং দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক ইউনুছ আলীকে বেদম মারপিট করে লাঞ্ছিত করে। এ সময় অবরুদ্ধ করে রাখা হয় দেশ রুপান্তর ও ঢাকা পোস্ট’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুয়েল রানা এবং তরুণ সাংবাদিক দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি সুজন মোহন্ত ও একাধিক টেলিভিশনের ক্যামেরামনকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে আবারো শুরু পরিকল্পনা-কিভাবে শাপলা চত্ত্বরে একটি সমাবেশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভোকেশনাল মোড়, মজিদা কলেজসহ শহরের প্রধান প্রধান সড়কে ব্যারিকেট দেয় পুলিশ ও ছাত্রলীগ। এতে আন্দোলন সফল করতে দিশেহারা হয়ে পড়েন রায়হান আহমেদ।
যেই কথা সেই কাজ। কালবিলম্ব না করে শহরের অলিগলি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা জড়ো হতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে শাপলা চত্ত্বর এবং ঘোষপাড়া সিংহ চত্ত্বরে অবস্থান নিয়ে ছাত্রলীগ দফায় দফায় ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আয়াত সহ প্রায় ২০/৩০জন।
ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে একটি দল হামলে পড়ে ওই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। এতে মহুর্তে মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার দৃশ্যে ক্ষুব্ধ করে তার সহযোদ্ধা ও এলাকার মানুষকে।
এ সময় সমন্বয়কদের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ করতে বলেন ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউকে এবং বাংলাদেশে অবস্থিত “এ, এস, আর স্কুল অফ ল” ( ASR School of Law) এর আইনের ছাত্র রায়হান আহমেদ। নির্দেশনা পেয়ে শাপলার দিকে এগোতে থাকে তারা। কিন্তু পুলিশের মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলে থমকে যেতে হয়, পিছু হটতে হয়। আবারো সংগঠিত হয়ে স্লোগান দিয়ে পুলিশ-ছাত্রলীগকে ধাওয়া করে ছাত্র-জনতা।
এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আটকা পড়েন আওয়ামীলীগের জেলা নেতৃবৃন্দ। জনতার রোষানলে পড়ে গণপিটুনিতে আহত হয় অনেকে।
মহুর্তে জ্বালিয়ে দেয়া হয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়টি। এ সময় জীবন বাঁচাতে কেন্দ্রীয় কবরস্থানে আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রীয় শহীদ মিনারে উঠে ছাত্র-জনতা বিজয়োল্লাস করতে থাকে। স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে থাকে। ধীরে ধীরে শহরের প্রতিটি গ্রাম থেকে লাখো জনতা বিজয় মিছিলে অংশ নেয়। জুলুম আর জালিমের পতনের কারণে কৃতজ্ঞতা স্বরূপ শাপলা চত্ত্বরে সালাতে দাঁড়িয়ে যায় শিক্ষার্থীরা। যে দৃশ্য দেখে অনেকে আনন্দে কান্নায় ভেঙে পড়েন।
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীন হয় কুড়িগ্রাম। কিন্তু ততক্ষণে ঢাকাসহ সারাদেশে বিজয়ের পতাকা উঠতে থাকে, গণভবনের ছাদে পত্ পত্ করে উড়তে থাকে ছাত্রদের পতাকা ও ধ্বনি-প্রতিধ্বনিত হতে বিজয়ের স্লোগান। শত শত ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে বৈষম্যমুক্ত দেশের জন্ম দেয়।
শহীদ আবু সাঈদদের মতো আত্ম বলিদান দেয়া যুবকরা আমাদের মাঝে না থাকলেও আমাদের মাঝে হাজারো বছর বেঁচে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম, আরিফ সোহেল এবং আমাদের কুড়িগ্রামের বীর রায়হান আহমেদ সহ নাম না জানা অগ্রসৈনিকরা। তারাই আমাদের মুক্তির দূত, অণুপ্রেরণা এবং জাগ্রত চেতনা।
Leave a Reply