কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি: হাবুডুবু খাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
দূর দেখে বোঝার উপায় নেই এটি একটি প্রাথমিক বিদ্যালয়।কাছে গেলে দেখা যায় একটি দোচালা টিনের ঘর পানিতে ভাসছে।আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানা যায় এটি মাঝের চর আদর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০০৪ সালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মাঝের চরে স্থাপিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়টির শুধু চাল ভেসে আছে। বারান্দা,বাথরুম সহ বিদ্যালয়ে যাওয়ার একমাত্র কাঠের ব্রিজটি পানির নিচে ডুবে গেছে।
হাসনা খাতুন বলেন, উত্তর মাঝের চর স্কুল পানিতে ডুবে গেছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারেনা। খুব সমস্যা হয়ে গেছে।
ঐ স্কুলের সহকারী শিক্ষক মহসীনা বেগম আঞ্জু বলেন, প্রায় একমাস থেকে আমাদের স্কুল পানির নিচে রয়েছে।আমরা পাশেই একটা ঘর ভাড়া নিয়ে স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী রয়েছে স্কুলে।ভবনের অভাবে সঠিক ভাবে পাঠদান ব্যহত হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন বলেন, স্কুলের এরিয়াটা অনেক নিচু।আমরা প্রজেক্ট আনার চেষ্টা করছি।আশা করছি দ্রুতই ব্যবস্থা হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান তিনটি নদী ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি আরও ৪৮ ঘন্টা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্রের পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ জানান, বানভাসীদের মাঝে ৩ হাজার ২৬৭ প্যাকেট শুকনো খাবারের প্যাকেট এবং ৯০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। আরো মজুত আছে ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা । যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Leave a Reply