কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা বেগমের পদত্যাগের দাবীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।পদত্যাগ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন করবেন বলেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থী মোছাঃ বুসরা বেনজির সিদ্দিক আয়াত বলেন,টানা ১৫ বছর ধরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে দূর্নীতির আতুড় ঘর বানিয়েছেন প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা পারভীন।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক দূর্নীতি,ভর্তি বাণিজ্য, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে স্বামীর জন্য প্রমোদখানাসহ নানান অপকর্মে জড়িত ছিলেন তিনি।
পড়ুন>>দ্বিতীয় শ্রেণির ছাত্রিকে বিয়ে করতে এসে বরের কারাবাস
তাই রোখসানা পারভীনের শুধু বদলী নয় চাকুরী চ্যুত করা না পর্যন্ত আন্দোলন চালবে চলবে।প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা।
আরেক শিক্ষার্থী মোছাঃ রুবাইয়া আক্তার বলেন, প্রধান শিক্ষক রুখসানা বেগম কে লালমনিরহাটে বদলি করা হয়েছে, আমরা এই সিদ্ধান্ত মানিনা তাকে অবশ্যই চাকুরী থেকে বহিস্কার করতে হবে।
Leave a Reply