কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিনে বাজার সয়লাব। নেই প্রচার- প্রচারণা, নেই কোন আইনগত ব্যবস্থা। অথচ ১ লা নভেম্বর থেকে খোলা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বন ও পরিবেশ অধিদপ্তর। কিন্তু পলিথিন বন্ধের কোন প্রভাব পড়ে নাই স্থানীয় বাজারগুলোতে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী দোকানদারের কাছে নিষিদ্ধ পলিথিন এখনও একমাত্র ভরসা।
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম পৌর শহরের আদর্শ জিয়া বাজারে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার হাতে শোভা পাচ্ছে নিষিদ্ধ পলিথিন। নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে শ্রেণি ভেদে পলিথিন সরবরাহ করছে বিক্রেতারা।নিজেদের সু্বিধা অনুযায়ী ক্রেতারা পলিথিনে করে বাজার নিয়ে ফিরছেন।
অনেকের কাছে পলিথিন নিষিদ্ধ বিষয়টি জানা নেই।কেউ অবগত থাকলেও ইচ্ছে করে মানছেন না সরকারি নির্দেশনা। ফলে সরকারিভাবে নিষিদ্ধ হওয়া পলিথিন বন্ধের নির্দেশনা খাতা আর কলমের মাঝেই সীমাবদ্ধ থাকছে বলে জানান স্থানীয়রা।
মোছাঃ রওশন আরা আক্তার মুক্তা বলেন, পলিথিন ব্যাগ পরিবেশের ক্ষতি জেনেও এই ব্যাগ ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছি। আবার পলিথিন ব্যাগ ছাড়া বিকল্প ব্যাগ পাট, কাগজ, সুতার ব্যাগের দাম বেশি পড়ে। বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। সহজলভ্যে পাট ও কাগজের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে পারলে পলিথিনের ব্যবহার কমে যাবে।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে ক্ষুদ্র পরিসরে প্রচার প্রচারণা চালাচ্ছি। আগামী ৬ নভেম্বর হতে বড় পরিসরে জেলার হাট বাজারগুলোতে প্রচারণা ও অভিযান শুরু করবো।
Leave a Reply