রংপুরের কাউনিয়ায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্ত্রী ও নিষ্ঠুর সন্তানেরা। বর্তমানে হতভাগা বৃদ্ধ দেলোয়ার হোসেন (৬৫)অপরের জমিতে ছোট্ট একটি টিনের চালা ঘরে একাকী নিঃসঙ্গ বসবাস করছেন।
প্রতিবেশীদের কাছে হাত পেতে চেয়ে খুঁজে খাবার খেয়ে এভাবেই গত ১ মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন ঐ বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৩নং কূর্শা ইউনিয়নের পূর্বচাঁনঘাট শেখপাড়া গ্রামে।
পড়ুন>>তাহিরপুরে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ
দাম্পত্য জীবনে এক কন্যা সহ তিন সন্তানের জনক তিনি,কঠোর পরিশ্রম করে অর্থ যুগিয়ে ছেলে নাজমুল কে বিদেশে পাঠিয়ে দেন। ছেলে বিদেশে যাওয়ার পর দারিদ্র্যতা ঘুচে সংসারে আসে সুখের ছোঁয়া। কিন্তু সুখ ভোগের আগেই বৃদ্ধের কপালে নেমে আসে শারিরীক অসুস্থতা ও কিডনী জনিত রোগ।
শারিরীক অসুস্থতার কারণে রোজকার বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে স্ত্রী মজিরন, ছেলে মজমুল ও নাজমুল,শ্যালক আবু বক্কর,আজিজুল, আবুল হোসেন এবং ছেলের স্ত্রী সাহিদার কাছে হয়ে উঠেন বোঝা ও অবহেলিত। বয়সের ভারে ন্যুজ বৃদ্ধ দেলোয়ার তেমন কোন কাজ কর্ম করতে না পারায় তার জীবনে নেমে আসে নির্মম নির্যাতন। ইতিমধ্যে তার বন্ধক নেওয়া জমির ১ লক্ষ ৫ হাজার টাকা ও তার মেয়ের কাছে জমা রাখা ৪৬ হাজার টাকা কৌশলে তাদের কাছ থেকে আদায় করে নেয় স্ত্রী ও সন্তানেরা ।
৬ মাস ধরে চিল্লা দিয়ে বাড়ীতে ফিরে এসে অবশেষে বৃদ্ধ বয়সে ঘর ছাড়তে বাধ্য হতে হয় তাকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছেন বৃদ্ধ দেলোয়ার হোসেন।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply