কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে সিএনজির ধাক্কায় জোনাব আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুর্শা ইউনিয়নের গদাধর গ্রামের মৃত্যু নুর বকস্ আলীর পুত্র জোনাব আলী (৬৫) রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে বিজলের ঘুন্টি বাজারে রাস্তা পাড় হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রাম গামী সিএনজির ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply